ডেস্ক রিপোর্টঃ একাদশ জাতীয় নির্বাচনের দলীয় মনোনয়নের চিঠি বিতরণ শুরু করেছে বিএনপি। বগুড়া-৬ ও ৭ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নের চিঠি বিতরণ শুরু করে দলটি।

আজ সোমবার থেকে দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিক মনোনয়নের চিঠি দেওয়া শুরু করেছে বিএনপি। দুপুর ২টার পর দলের গুলশান কার্যালয় থেকে মনোনয়নের এ চূড়ান্ত টিকিট দেওয়া শুরু হয়েছে। আজ বিকাল ৪টা থেকে চিঠি দেওয়া শুরু হবে বলে নোটিশে উল্লেখ করা হলেও আড়াইটা থেকেই মনোনয়নের চিঠি দেওয়া শুরু হয়।

দেখা যায়, মনোনয়নের চিঠি সংক্রান্ত সাদা কাগজের একটি নোটিশ টানানো হয়েছে চেয়ারপারসন খালেদা জিয়ার কার্যালয়ের সামনে। তবে সাদা কাগজে টানানো ওই নোটিশে কারও স্বাক্ষর নেই। শুধু একটি সাদা কাগজে হাতে লেখা হয়েছে- ‘বরিশাল-৪টা রংপুর-৬টা রাজশাহী-৮টা।

এদিকে মনোনয়নপ্রত্যাশীরা নেতারা বাইরে অপেক্ষা করছেন। এদের অধিকাংশ খালেদা জিয়ার কার্যালয় থেকে ফোন পেয়ে এসেছেন। আবার অনেকে মনোনয়নের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে এসেছেন। তবে কাউকেই কার্যালয়ের ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

K/K/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে