ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়াল্ড ট্রেড অর্গানাইজেশন (ডব্লিও টি ও) ও টেমাসেক ফাউন্ডেশন এর আমন্ত্রনে গতকাল রোববার রাতে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি আজ সোমবার ১৫ থেকে ১৭ মে, পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠেয় রাজারত্নম স্কুল অব ইন্টারন্যাশনাল স্টাডিস-ডব্লিউটিও সেক্রেটারিয়েট (আরএসআইএস-ডব্লিউটিও আয়োজিত “সংসদ সদস্যদের জন্য আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক কর্মশালা-২০১৭ এ অংশগ্রহণ করবেন।
বেগম ওয়াসিকা আয়শা খান এমপি একই কর্মশালায় অংশ নিতে স্পিকারের সফর সঙ্গী হিসেবে সিঙ্গাপুর গেছেন।
স্পিকারকে বিদায় জানাতে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন।
সফরশেষে স্পিকার আগামী ১৮ মে, ২০১৭ দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে