মারুফ সরকার, বিনোদন ডেস্কঃ আপনাদের কাছে তুলে ধরবো প্রযোজক তারেক খানের কথা। কথা হয় এই প্রযোজকে সাথে তার বর্তমান অবস্থান নিয়ে । কেমন যাচ্ছে তার বর্তমান সময় শুনুন আপনারা তার নিজ মুখে।। বিস্তারিত শুনুন নিজের মুখে।

প্রযোজনা শুরুটা কবে থেকে এবং কিভাবে?
আসলে শুরুটা খুব বেশী দিনের নয়, আজ থেকে প্রায় ৭ মাস আগে আমার খুব কাছের ছোট ভাই নাম রাব্বী ।ওর উৎসাহেই আমার প্রথম প্রযোজনায় আসা।যদিও ইচ্ছেটা অনেক আগে থেকেই ছিল……….

এখন কি প্রযোজনা নিয়ে ব্যস্ত ? 

আপনার প্রযোজনায় কি কি নাটক বা টেলিফিল্ম মুক্তি পেয়েছে ? আমার ইউটিউব চ্যানেল tk bangla tv তে আমার প্রযোজিত বেশ কিছু নাটক মুক্তি পেয়েছে, নাটক গুলো হল বউ পিয়াসী, বাঘা বাসেদ, ক্ষেপা বাসু, কিশোর ইত্যাদি, এছাড়াও এবার পুজোতে বৈশাখী টেলিভিশনে আমার প্রযোজিত নাটক বউ পাগলা বুলেট অস্টমীর রাত ৮:৪০ মিনিটে মুক্তি পাচ্ছে, এছাড়াও আরো কয়েকটি নাটক বানানো আছে।।।

প্রযোজনা নিয়ে আপনার চুড়ান্ত ভাবনা কি?
ভাবনাটা হল এমন ভালো গল্প ও দক্ষ পরিচালক দিয়ে নাটক নির্মান করে দর্শকদের মাঝে উপহার দিতে চাই।

প্রিয় অভিনয় শিল্পী কে আপনার?
আমার প্রিয় অভিনয় শিল্পী আ খ ম হাসান।

প্রযোজনার জীবনে কোন কষ্ট আছে কি?
ভালো-মন্দ মিলিয়েই তো জীবন, তবে এই অল্প সময়ে এখনো তেমন কোনো অভিজ্ঞতা হয়নি।

আপনার নিজ জেলা কোনটা? আপনার পরিবারের অবস্থান।
আমার নিজ জেলা টাংগাইল, আমার এক ছেলে। বাবা, মা আছে, আমার তিন ভাই, দুই বোন, আমি সবার ছোট।

জীবনে পুরস্কার আছে কোন?
মানুষের অনেক ভালবাসা পেয়েছি এটাই আমার বড় পুরস্কার।

প্রিয় রং? প্রিয় খাবার কি ?
সাদা রঙ, মোরগ পোলাও।

কি করতে বেশি ভালো লাগে?
আডডা দিতে।

সর্বশেষ দর্শকদের উদ্দেশ্য যদি কিছু বলতে?
দর্শকদের উদ্দেশ্যে বলবো, বাংলা নাটক দেখুন, বাংলা সংস্কৃতিকে ভালোবাসুন, আমার জন্য সবাই দোয়া করবেন খোদা হাফেজ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে