bangladesh-pakistan

বিডি নীয়ালা নিউজ(১৮ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ নানা রাজনৈতিক কারণে প্রায় ছয় বছর ধরে বন্ধ রয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক।

তবে আসছে জুনে দু’দেশের সম্পর্কের শিথিলতা ভাঙতে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্র। খবর বাংলানিউজের।

সম্প্রতি নানা কারণে দু’দেশের মধ্যে এক ধরনের শিথিল সম্পর্ক বিরাজ করছে। আর তাই দ্বিপাক্ষিক সম্পর্কে গতি আনতে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক জরুরি বলে মনে করছে দু’দেশই। কিন্তু নানা পরিস্থিতির কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি। তবে চলতি বছরের জুন মাসে দু’দেশের বরফ গলে বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে বলে জানা গেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে