ডেস্ক রিপোর্ট : আগামী ১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

তিনটি ম্যাচেই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

প্রতি ম্যাচের টিকিটের মূল্য ইতিমধ্যে নির্ধারণ করে দিয়েছে বিসিবি।

টিকিটের সর্বোচ্চ মূল্য ধরা হয়েছে এক হাজার টাকা এবং সর্বনিম্ন টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

বিসিবি জানিয়েছে, স্টেডিয়ামের গ্র্যান্ডস্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে এক হাজার টাকা। ক্লাব হাউসের টিকিটের দাম ধরা হয়েছে ৩০০ টাকা। ১৫০ টাকায় বিক্রি হবে পূর্ব গ্যালারির টিকিট। আর স্টেডিয়ামের সবুজ বেষ্টনীঘেরা চত্বর ও পশ্চিম গ্যালারির টিকিটের দাম ধরা হয়েছে ১০০ টাকা।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টার থেকে এই ম্যাচগুলোর টিকিট বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে বিসিবি সূত্র।

এই দুই স্টেডিয়ামের কাউন্টারে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট বিক্রি করা হচ্ছে।

আগামী ১ মার্চ বাংলাদেশ সময় দুপুর ১টায় শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের দ্বিতীয় ম্যাচ ৩ মার্চ এবং তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ৬ মার্চ। বাকি দুই ম্যাচও একই সময়ে শুরু হবে।

বিশ্বকাপের পর জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ দিয়ে মাঠে নামবেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

অধিনায়ক হিসেবে এটিই মাশরাফি বিন মুর্তজার শেষ সিরিজ হবে বলে জানিয়েছে বিসিবি সূত্র।

J/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে