ডেস্ক রিপোর্টঃ পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, দেশে আর্সেনিক ও লবণাক্ত পানির সংকট সমাধানে মিঠা পানির সংকট সমাধানে মিঠা পানির সংরক্ষণের জন্য গঙ্গা ব্যারেজ নির্মাণ জরুরি।
এখানে পিকেএসএফ ভবনে জাতীয় পানি সম্মেলন ২০১৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, দেশে ‘মিঠা পানির সরবরাহ বৃদ্ধি এবং লবণাক্ত পানির বিস্তারসহ পানি সংশ্লিষ্ট সকল সমস্যার সমাধানে গঙ্গা ব্যারেজ নির্মাণ অতি জরুরি।’
মাহমুদ বলেন, ‘১৯৯৬ সালে ভারতের সঙ্গে পানি চুক্তি স্বাক্ষরের পর যে পানি পাওয়া যায় তার ৮০ ভাগ কোন কাজে লাগেনা, কারন প্রতিবছর এই পানি চার মাস দেশের বিশাল এলাকা তলিয়ে রেখে গড়িয়ে বঙ্গোপসাগরে চলে যায়।
বাংলাদেশ উন্নয়ন পরিষদ (বিইউপি), পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ যৌথভাবে ‘সাসটেইনেবল ওয়াটার রিজিম ইন বাংলাদেশ : অ্যাভাইবিলিটি, ম্যানেজমেন্ট, অ্যাকসেস’ শীর্ষক দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান আহমদ।
পিকেএসএফ ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম স্বাগত বক্তব্য রাখেন এবং এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ’র নির্বাহী পরিচালক এস এম এ রশিদ এবং বিইউপি নির্বাহী পরিচালক ড. নিলুফার বানু সূচবা বক্তব্য রাখেন।
বি/এস/এস/এন