বিডি নীয়ালা নিউজ(১৬ই আগস্ট ২০১৬ইং)- বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ  গত জুলাই মাসে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক তাদের মেসেজ আদান প্রদানের সেবা মেসেঞ্জারের ‘সেক্রেট মেসেজ’ সেবাটি নিয়ে পরীক্ষা চালিয়েছে। ফেসবুক জানিয়েছিল, সীমিত আকারে সেবাটি চালু হলেও শীঘ্র সবার জন্য উন্মুক্ত হবে। ঘোষণা অনুযায়ী এখন বাংলাদেশ থেকেও এই সেবাটি পাওয়া যাচ্ছে।

‘সেক্রেট মেসেজ’-এর মাধ্যমে একজন ব্যবহারকারি ব্যক্তিগত কথোপকথন চালাতে পারবেন যা সয়ংক্রিয়ভাবে মেসেঞ্জার থেকে ডিলিট হয়ে যাবে। এমনকি ফেসবুকের সার্ভারেও জমা থাকবেনা। এই প্রক্রিয়ায় সেন্ডারের যেকোনো একটি ডিভাইস নির্বাচন করতে হবে। আর “disappear” অপশনের মাধ্যমে ডিভাইস থেকে কনভারসেশন ডিলিট হয়ে যাবে। তবে এখনও ভিডিও কিংবা জিআইএফ এর জন্য এই সুবিধা নেই।

ফেসবুকের মতে, অনেকেই তার অর্থনৈতিক কিংবা স্বাস্থ্য সম্পর্কিত তথ্য গোপন রাখতে চায় আর এসব ক্ষেত্রে এই সেবাটি ব্যবহারকারিকে ভালো অভিজ্ঞতা দিবে বলা যায়।

যেভাবে ‘সেক্রেট মেসেজ’ শুরু করবেন

  • মেসেঞ্জারের পেন্সিল আঁকা আইকনের উপরে ক্লিক করতে হবে।
  • এবার উপরে ডান পাশের ‘সেক্রেট’ অপশনে যেতে হবে।
  • এবার যাকে মেসেজ করতে চান তাকে নির্বাচন করুন।
  • এখান থেকে চাইলে আপনি কতক্ষণ পর মেসেজটি ডিলিট হবে সে সময় টেক্সট বক্স থেকে নির্ধারণ করে দিতে পারেন।

সুত্রঃ ফেসবুক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে