hefajote_islam

বিডি নীয়ালা নিউজ(২৭ই মার্চ১৬)-ঢাকা প্রতিনিধিঃ বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার যে কোন প্রচেষ্টার বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইন মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর শাখা।
আজ রোবিবার (২৭ মার্চ) সকালে ৭ সদস্যের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে এই স্মারকলিপি জমা দিয়েছেন।
এতে বলা হয়, সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম একটি সেটেল্ড বিষয়। কিন্তু সম্প্রতি রাষ্ট্র ধর্ম ইসলাম চ্যালেঞ্জ করে ২৮ বছর আগে দায়েরকৃত একটি রিট সচল করে শুনানির জন্যে হাইকোর্টের কার্যতালিকাভুক্ত করা হয়েছে। নতুন করে এই ইস্যুটিকে সামনে নিয়ে আসার বিষয়টি দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণকে গভীর উদ্বেগে ফেলেছে বলে মনে করে সংগঠনটি।
বলা হয়, ৯২ ভাগ মুসলিম অধ্যুষিত বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকা অপরিহার্য। এটি দেশের  সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় আবেগ অনুভূতির সঙ্গে জড়িত।
হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর পক্ষে স্মারকলিপি জমা দেন,সংগঠনের আইন বিষয়ক সম্পাদক মাওলানা আবু জাফর কাসেমী, যুগ্ম সদস্য সচিব মাওলানা মুজিবুর রহমান হামেদি, মাওলানা ফজলুল করীম কাসেম প্রমুখ।
এছাড়াও বেলা ১২টার দিকে প্রেস ক্লাবের সামনে একই দাবিতে মানববন্ধন ও সমাবেশ করে ইসলামিক শাসনতন্ত্র আন্দোলন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে