btrc

বিডি নীয়ালা নিউজ( ১০ই আগস্ট ২০১৬ইং)- ডেস্ক রিপোর্টঃ দেশের ২০৪টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের (আইএসপি) সংযোগ বন্ধ করার নির্দেশ দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

মঙ্গলবার ইন্টারনেট গেইটওয়ে (আইআইজি) ও আইএসপিদের এ নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে বিটিআরসি।

এতে বলা হয়, ২৫ অগাস্ট রাত ১২টা থেকে এসব আইএসপিদের ইন্টারনেট ব্যান্ডউইথ বন্ধ করে দেয়ার নির্দেশনা দেওয়া হলো।

চিঠিতে আরও বলা হয়, এসব প্রতিষ্ঠানের লাইসেন্স নবয়ানের আবেদন অনুমোদন করা হবে না এবং এদের বিরুদ্ধে ২০০১ সালের টেলিযোগাযোগ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিটিআরসির হিসাবে বর্তমানে নেশনওয়াইড, সেন্ট্রাল জোন, আঞ্চলিত এবং বিভিন্ন মহানগরী এলাকায় এবিওসি ক্যাটাগরিতে লাইসেন্সপ্রাপ্ত ৫০০ এর বেশি আইএসপি রয়েছে।

এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ, লাইসেন্স নেয়ার পর এই আইএসপিগুলো নিয়ন্ত্রক সংস্থার নিয়ম অনুযায়ী কোনো তথ্য দেয়নি, এদের কাছে পাওনা আদায় হয়নি।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশনের (আইএসপিএবি) সেক্রেটারি এমদাদুল হক জানান, এসব আইএসপি প্রতিষ্ঠানের অধিকাংশই বন্ধ।

 

 

jugantor

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে