ডেস্ক স্পোর্টসঃ শনিবার থেকে থেকে বদলে যাচ্ছে বিপিএলের সময়সূচি। আজ থেকে বিপিএলে দিনের প্রথম ম্যাচটি দুপুর সাড়ে ১২টার পরিবর্তে শুরু হচ্ছে দুপুর দেড়টায়। আর দ্বিতীয় ম্যাচটি বিকেল সাড়ে ৫টার পরিবর্তে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে। তবে শুক্রবারে থাকা ম্যাচগুলো আগের মতোই দুপুর ২টা আর সন্ধ্যা ৭টায় শুরু হবে। টুর্নামেন্টের বাদবাকি সব ম্যাচের জন্য এই পরিবর্তিত সময়সূচি প্রযোজ্য হবে। বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য ও বিসিবির পরিচালক জালাল ইউনুস সংবাদমাধ্যমকে পরিবর্তিত সময়সূচির কথা নিশ্চিত করেছেন।

বিপিএলের টেকনিক্যাল কমিটির প্রধানের দায়িত্বে থাকা জালাল ইউনুস বলেন, ‘প্রথম কয়েকদিন মাঠে প্রত্যাশিত দর্শক হয়নি। আশা করছি পরিবর্তিত সময়ে ছাত্রছাত্রীসহ অনেকেই মাঠে উপস্থিত হবেন।’ শুরু থেকেই নিম্নমানের সম্প্রচার, ধারাভাষ্যে অসামঞ্জস্য, ডিআরএস সিস্টেমে স্নিকোমিটার ও আলট্রা এজ না থাকাসহ বিভিন্ন অভিযোগ চলছিল বিপিএলের এবারের আসর নিয়ে। তবে সময়সূচিতে পরিবর্তন এনে মাঠে দর্শক টানার ক্ষেত্রে বড় একটি ইতিবাচক পদক্ষেপ নিল বিপিএল কর্তৃপক্ষ।

P/B/A/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে