আন্তর্জাতিক ডেস্ক : চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকাতে বঙ্গোপসাগরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে বাংলাদেশ, শ্রীলংকা ও মালদ্বীপে ৩ কোটি মার্কিন ডলার সামরিক অর্থায়ন করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থ ছাড়ের ব্যাপারে দেশটির কংগ্রেসে অনুমোদন চেয়েছে ট্রাম্প প্রশাসন।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের হাউস অব ফরেন অ্যাফেয়ার্স কমিটির সাব-কমিটিতে বৃহস্পতিবার ‘ইউএস ইন্টারেস্ট ইন সাউথ এশিয়া অ্যান্ড দ্য এফওয়াই ২০২০ বাজেট’ শীর্ষক শুনানিতে অর্থ বরাদ্দের বিষয়টি তুলে ধরেন দেশটির পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যালিস জি ওয়েলস।
লিখিত বিবৃতিতে তিনি বলেন, শ্রীলংকা, বাংলাদেশ ও মালদ্বীপে সমুদ্রাঞ্চল এবং সীমান্তে নিরাপত্তায় ৩ কোটি ডলার বরাদ্দ দিতে অনুরোধ জানাচ্ছি। এটা দক্ষিণ এশিয়ার বঙ্গোপসাগরসংলগ্ন এলাকায় নিরাপত্তা রক্ষায় নতুন সহযোগিতা প্রকল্পের অংশ।
তিনি আরও বলেন, আমরা দক্ষিণ এশিয়ায় বঙ্গোপসাগরসংলগ্ন অঞ্চলে অবকাঠোমো নির্মাণ, জ্বালানি, ডিজিটাল সংযোগ ও সাইবার নিরাপত্তার ক্ষেত্রে আরও ৬ কোটি ৪০ লাখ ডলার সহায়তায় অর্থ বরাদ্দের অনুরোধ করছি।
তিনি বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অর্থায়ন যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ। ২০২০ আর্থিক বর্ষে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক অর্থনৈতিক ও নিরাপত্তা সহায়তা বাবদ ৪৬ কোটি ৮০ লাখ ডলার বরাদ্দের অনুমোদন চাচ্ছি। এর মধ্যে ভারত ও মালদ্বীপে উন্নয়ন তহবিলও রয়েছে। ২০১৯ সালের তুলনায় মোট বরাদ্দের এ হার দ্বিগুণেরও বেশি।

ওয়েলস বলেন, আমরা বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোকে চীনের ঋণের ফাঁদে পড়তে দিতে পারি না। বাংলাদেশ নিয়ে তিনি বলেন, এ অঞ্চলে বাংলাদেশকে সবচেয়ে বেশি সহায়তা প্রদানের প্রস্তাব করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে বাংলাদেশের বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রায় ১৭ কোটি মানুষ বাস করেন এবং জিডিপি সব সময় ৬ শতাংশের বেশি আছে।
ওয়েলস বলেন, বাংলাদেশে ৩০ ডিসেম্বরের নির্বাচন এবং নাগরিক সমাজ, গণমাধ্যম ও রাজনৈতিক বিরোধীদের গণতান্ত্রিক প্রক্রিয়া চর্চার পথ রুদ্ধ হয়ে যাওয়ার ব্যাপারে আমরা প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছি। প্রত্যেক বৈঠকেই আমরা এ ব্যাপারে কথা বলেছি। ১০ লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেন তিনি। যুক্তরাষ্ট্র ইউএসএইডের মাধ্যমে ২০১৭ সালের পর থেকে রোহিঙ্গাদের প্রায় ৪৫১ মিলিয়ন ডলার সাহায্য করেছে।

পিবিএ/বাখ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে