ডেস্ক রিপোর্ট : চলছে মুজিব বর্ষ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নানা মুখী উদ্যোগ নিয়েছে সরকার। নানা আয়োজনে সারা বছরই মুখর থাকবে। এদিকে বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। সিনেমাটি নির্মাণ করছেন জুয়েল মাহমুদ।

পরিচালক জানান, ‘চিরঞ্জীব মুজিব’ নামের এই সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা চরিত্রে অভিনয় করছেন পূর্ণিমা। আর বঙ্গবন্ধু চরিত্রে থাকছেন আহমেদ রুবেল। গত সপ্তাহে মানিকগঞ্জ থেকে শুটিং করে এসেছেন পূর্ণিমা।

পূর্ণিমা বলেন, ‌‘এই সিনেমায় আমার উপস্থিতি কম। অনেকটা অতিথি চরিত্রের মতো। বঙ্গবন্ধুর যৌবনকালের সময়টুকুতে দেখা যাবে আমাকে। অল্প সময়ের হলেও খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র। এখানে আমাকে ইয়াং বয়সে দেখা যাবে।

ইতিমধ্যেই পূর্ণিমার অংশের কাজ শেষ হয়েছে। ছবিতে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও অবদান তুলে ধরা হয়েছে।

P/B/A/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে