ডেস্ক রিপোর্টঃ ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ পৃথিবীর ৪ হাজার বছরের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ভাষণ।
তিনি আজ শনিবার দুপুরে পাবনা জেলার ঈশ্বরদী শহরের আলহাজ মোড়ে আনন্দ শোভাযাত্রার আগে এক সমাবেশে বক্তৃতাকালে এ কথা বলেন।
জাতিসংঘের শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক সংস্থা ‘ইউনেস্কো’ জাতির পিতা বঙ্গবন্ধু’র ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্বের অন্যতম ভাষণ হিসেবে স্বীকৃতি প্রদান করায় দেশব্যাপী আয়োজিত আনন্দ শোভাযাত্রা ও র‌্যালির অংশ হিসেবে সমাবেশ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিাত হয়।
ভূমিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু ছিলেন পৃথিবীর মুক্তিকামী মানুষের শ্রেষ্ঠ রাজনৈতিক কবি, দার্শনিক ও শ্রেষ্ঠ জেনারেল। ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ ছিলো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভাষণ। বঙ্গবন্ধুর এ ভাষণকে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষণের মর্যাদা দেয়ায় ইউনেস্কোকোর প্রতি তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।
মন্ত্রী বলেন, ঐতিহাসিক এ ভাষণের মাধ্যমে বাঙালি জাতির ঐতিহ্য, সংস্কৃতি সারা বিশ্বের কাছে ফুটে উঠেছে। এ দিনটি ‘আমাদের উজ্জীবিত করেছে। আনন্দ র‌্যালি সকলের। সারাদিন আনন্দ উৎসবে এ দিনটি সারাদেশে পালিত হচ্ছে।
পরে মন্ত্রী বিশাল এক আনন্দ শোভাযাত্রায় যোগ দিয়ে এক কিলোমিটার পথ হেঁটে চলেন।
সরকারি, বেসরকারি কর্মকর্তা-কর্মচারিসহ দলের নেতা-কর্মীসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে