জাতির পিতা বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো পুরস্কার প্রবর্তন করায় জাতীয় সংসদের অধিবেশনে ধন্যবাদ প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।  

সৃজনশীল অর্থনীতির জন্য জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফ্লিড অব ক্রিয়েটিভ ইকোনমি’ শীর্ষক এ পুরস্কার প্রবর্তন করেছে।

সোমবার (১৫ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এই প্রস্তাবটি উপস্থাপন করেন। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্ব করেন।

প্রতি দুই বছর পর পর ইউনেস্কো এই পুরস্কার দেবে। সম্প্রতি প্রথমবারের মতো এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।

প্রস্তাবটি উপস্থাপনের পর সংসদ সদস্যরা ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখছেন। ইতোমধ্যে বক্তব্য দেন, আওয়ামী লীগের সদস্য কাজী নাবিল আহমেদ, ওয়াসিকা আয়শা খান, নুরুল ইসলাম নাহিদ, পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। বক্তব্য শেষে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাস করা হবে।

ban/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে