মারুফ সরকার, বিনোদন প্রতিনিধি: গীতিকার শিল্পী এস.আর জব্বার ২ ফেব্রুয়ারি ১৯৮৬ সালে শেরপুর জেলা ঝিনাইগাতী উপজেলা গৌরিপুর হলদিবাটা গ্রামে এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। ঝিনাইগাতী স্থানীয় পাইলট উচ্চ বিদ্যালয় থেকে দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। ছাত্রজীবন থেকে তিনি ছিলেন সঙ্গীতের প্রতি আসক্ত। ২০০৭ সালে পরিবারের দারিদ্রতার কারণে তার ঢাকা চলে আসতে হয়। জীবন জীবিকার তাগিদে গাজীপুর সিটি টঙ্গীতে এক সোয়েটার ফ্যাক্টরীতে চাকরিতে যোগদান করেন। অবসর সময়ে স্থানীয় বড়বাড়ি ওস্তাদ খায়রুল বাসার নিকট সংগীত চর্চা শুরু করেন। দীর্ঘ দুই বছর ওস্তাদ খায়রুল বাসার নিকট সংগীত চর্চা ও অনুশীলন সমাপ্ত করে আজ তিনি নিজেই তার নিজ নিজস্ব ভাব ও আবেগের মধ্যে দিয়ে রচনা করেছেন শত শত গান।

এ ব্যাপারে কথা হয় এস.আর জব্বারের সাথে তিনি বলেন, বর্তমান বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে খুব সুন্দর করে গল্প সাজিয়ে প্রযুক্তির মাধ্যমে গান লিখেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জন্য অনেক উন্নয়নমূলক কাজ করেছেন যে কাজ গুলো কোনো সরকারের আমলে হয় নাই। উন্নয়নমূলক কাজগুলো গানে গানে আপনাদের মাঝে তুলে ধরেছি। আমার লেখা গাওয়া গান ও ভিডিওটি দেখার জন্য ইউটিউব থেকে ঝ.জ ঔড়ননধৎ লিখে সাবস্ক্রাইব করুন এবং দেশের সবাইকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হল।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে