ডেস্ক রিপোর্টঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পলাতক খুনিদের দু’জনের অবস্থান এতোদিনেও চিহ্নিত করতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। পাশাপাশি বিদেশে বসবাসরত চিহ্নিত খুনিদের দেশে ফিরিয়ে না আনা পর্যন্ত সংশ্লিষ্ট দেশে কারান্তরীণ রাখার বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জানানোর সুপারিশ করা হয়।

সংসদ ভবনে আজ অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডা. দীপু মনি। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, মুহাম্মদ ফারুক খান, কাজী নাবিল আহমেদ, মো. সোহরাব উদ্দিন ও সেলিম উদ্দিন বৈঠকে অংশ নেন।

কমিটি সূত্র জানায়, আদালতের রায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ৬ জনের মধ্যে ৪ জনের অবস্থান চিহ্ণিত করা গেছে। তবে দুই জনের বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি। এর মধ্যে কানাডায় অবস্থানরত নূর চৌধুরী ও যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ে থাকা রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে আনতে আইনি পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া জার্মানিতে মোসলেম উদ্দিন ও শরিফুল হক ডালিম স্পেনে অবস্থান করছেন জানার পর তাদের ফিরিয়ে আনতে তৎপরতা শুরু হয়েছে। তবে খন্দকার আবদুর রশিদ ও আবদুল মাজেদের অবস্থান নিশ্চিত হওয়া যায়নি বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়। কমিটি সাজাপ্রাপ্ত সব খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার সুপারিশ করে।

সংসদের গণসংযোগ বিভাগ জানায়, বৈঠকের শুরুতে পঁচাত্তরের ১৫ আগস্ট স্বাধীনতার পরাজিত শত্রু ও তাদের দেশি-বিদেশি দোসরদের ষড়যন্ত্রে ঘাতকের বুলেটে নির্মমভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাহবুবুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে