মোঃ ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলা ভেলুরপারায় অবস্থিত এনায়েত আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ( ইংরেজি) মো. আমিনুল ইসলামের উদ্যেগে ইংরেজিতে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে English Reading Skill Development Course এর শুভ উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মোমেন, সহকারী প্রধান শিক্ষক জনাব এমদাদুল হক, জোরগাছা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক জনাব জান্নাতুল আলম, ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যগণ ও অত্র বিদ্যালয়ের সকল সহকারী শিক্ষক এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।

সরজমিনে পরিদর্শন করে জানা যায় যে মো. আমিনুল ইসলাম গত ১১ নভেম্বর ২০১৯ ইং সালে NTRCA এর মাধ্যমে সরকারি ভাবে ইংরেজি বিষয়ে নিয়োগ প্রাপ্ত হন। তিনি যোগদান করার পর লক্ষ্য করেন যে উক্ত বিদ্যালয়ের ৮০০ জন শিক্ষার্থীর মধ্যে প্রায় ২০০ জন ছাত্র- ছাত্রী ইংরেজি রিডিং পড়তে পারে না। তাই তিনি নিজ উদ্যেগে এই ২০০ জন শিক্ষার্থীকে প্রতিদিন টিফিন পিরিয়ডে সম্পূর্ণ ফ্রীতে রিডিং পড়ানোর জন্য বিশেষ পদ্ধতিতে পাঠদান করাবেন। শিক্ষার্থীরা যতদিন রিডিং পড়া না পারবে ততোদিন তিনি এই কার্যক্রম চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানান। এই মহৎ উদ্যেগের জন্য বিদ্যালয়ের সকল শিক্ষক, ম্যানেজিং কমিটির সদস্য, এলাকাবাসী এবং সকল ছাত্র-ছাত্রীর প্রশংসায় ভাসছেন তিনি। উল্লেখ্য মো. আমিনুল ইসলাম সরকারি আজিজুল হক কলেজে ইংরেজি বিভাগ থেকে ২০১৪ সালে স্নাতক ও ২০১৫ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে