মো: ফরহাদ হোসেন, বগুড়া প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ায় সাতটি আসনের মধ্যে আ’লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে ৪ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ১ জন, জাতীয় পার্টির ১ জন এবং স্বতন্ত্র প্রার্থীর ১ জন বিজয়ী হয়েছেন। ৭ জানুয়ারি রবিবার রাতে ভোট গণনা শেষে তাদের বিজয়ী ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। উল্লেখ্য, বগুড়ায় ৭টি আসনের মধ্যে আ’লীগ ৪ টি আসনে (বগুড়া-১, বগুড়া-৫, বগুড়া-৬ ও বগুড়া-৭) নিজ দলীয় প্রার্থী এবং অপর একটিতে (বগুড়া-৪) ১৪ দলীয় জোটভুক্ত জাসদের প্রার্থীর হাতে নৌকা তুলে দেয়। বাকি দু’টি আসন (বগুড়া-২, বগুড়া-৩) মিত্র দল জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছিল। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঘোষিত ফলাফল অনুযায়ী-বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে আ’লীগ মনোনীত সাহাদারা মান্নান নৌকা প্রতীক নিয়ে ৫১ হাজার ৪৯৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আ’লীগ নেত্রী শাহজাদী আলম লিপি পেয়েছেন ৩৫ হাজার ৬৮৪ ভোট। সেখানে ভোট প্রদানের হার ৩৪ দশমিক ২৯ শতাংশ। বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিজয়ী জাতীয় পার্টি মনোনীত শরিফুল ইসলাম জিন্নাহ। তিনি লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৬ হাজার ৯৫২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেত্রী বিউটি বেগম পেয়েছেন ৩৪ হাজার ২০৩ ভোট। এই আসনে ভোট পড়েছে ২৭ দশমিক ৩৫ শতাংশ। বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী আ’লীগ নেতা খান মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদি ট্রাক প্রতীকে ৬৯ হাজার ৭৫০ ভোটে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী অপর আ’লীগ নেতা অজয় কুমার পেয়েছেন ২৩ হাজার ৮১৫ ভোট। এই আসনে ৩৭ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর প্রার্থী রেজাউল করিম তানসেন নৌকা প্রতীকে ৪২ হাজার ৭৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক বিএনপি নেতা ডা. জিয়াউল হক মোল্লা পেয়েছেন ৪০ হাজার ৬১৮ ভোট। এই আসনে ২৮ দশমিক ৪ শতাংশ ভোট পড়েছে। বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে আওয়ামী মনোনীত মজিবর রহমান মজনু বিজয়ী হয়েছেন ১ লাখ ৯৮ হাজার ১৫৬ ভোটে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ঐক্যজোটের নজরুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ১০৫ ভোট। এ আসনে ভোট পড়েছে ৩৯ দশমিক ৩৬ শতাংশ। বগুড়া-৬ (সদর) আসনে বিজয়ী রাগেবুল আহসান রিপুর নৌকা প্রতীকে পড়ে ৫৩ হাজার ২২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ২২ হাজার ৮৪০ ভোট। এই আসনে ২১ শতাংশ ভোট পড়েছে।বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ক্ষমতাসীন আ’লীগ মনোনীত প্রার্থী ডা. মোস্তফা আলম নাননু ৯১ হাজার ২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী এটিএম আমিনুল ইসলাম পেয়েছেন ৬ হাজার ৮০১ ভোট। এই আসনে ভোট পড়েছে ২১ দশমিক ৯৫ শতাংশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে