euro cup
পর্তুগালের বিজয়ের উল্লাস

বিডি নীয়ালা নিউজ(১১ই জুলাই ১৬)-স্পোর্টস ডেস্কঃ ফ্রান্সের প্যারিসের স্তাদো দ্য স্টেডিয়ামে রবিবার ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মত শিরোপা জিতেছে পর্তুগাল।

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন রোনালদো।

সতীর্থরা হতাশ করেনি তারকা এই ফরোয়ার্ডকে। অতিরিক্ত সময়ে এডারের চমৎকার গোলে স্বাগতিকদের হতাশ করে ফের্নান্দো সান্তোসের দল।

বিবিসি

শেষ পর্যন্ত মাঠে না থাকলেও স্বপ্ন পূরণ হলো ক্রিস্তিয়ানো রোনালদোর।

ফ্রান্সকে একমাত্র গোলে হারিয়ে প্রথমবারের মতো ইউরোর শিরোপা জিতেছে পর্তুগাল।

ইউরোর ফাইনালের ইতিহাসে এই প্রথম নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল হলো না।

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।২০০৪ সালে গ্রিসের কাছে হেরে রানার্সআপ হয়েছিল স্বাগতিক পর্তুগাল।

সেবার পরাজিত দলে ছিলেন রোনালদো। ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে প্রথম কোনো শিরোপার অপেক্ষা ঘুচলো তার ১২ বছর পর।

এদিকে ফ্রান্স এর আগে দুইবার শিরোপা জিতেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে