facebook-mobile

বিডি নীয়ালা নিউজ( মে১৬)-বিজ্ঞান প্রযুক্তি প্রতিবেদন:  লাইক, শেয়ার, কমেন্ট, ফ্রেন্ড, আনফ্রেন্ড, এখনকার দিনে মানুষের জীবনে সবথেকে বেশি ব্যবহৃত শব্দ এগুলোই।

কারণ ফেসবুক ছাড়া জীবন মানুষ প্রায় ভাবতেই পারে না। প্রত্যেকের স্মার্টফোনে আর কিছু থাকুক বা না থাকুক এই অ্যাপটা থাকেই। কিন্তু শুধু স্মার্টফোনের স্ক্রিনে না থেকে যদি স্মার্টফোনের গায়েও লেখা থাকে ফেসবুক!
হ্যাঁ। ঠিকই ভাবছেন। নোকিয়া, স্যামসাঙ, অ্যাপেলের মতো যদি আপনার ফোনটা হয় ফেসবুকের?

এমনি একটা খবর শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরে। ফেসবুক কর্তা মার্ক জুকেরবার্ক নাকি এবার ফেসবুকের নিজস্ব স্মার্টফোন বাজারে আনার কথা ভাবছেন।

সম্প্রতি জুকেরবার্গের এক আলোচনায় এই জল্পনা আরও একটু বেড়েছে। যদিও বিশ্বাসযোগ্য সূত্র থেকে এবিষয়ে এখনও কোনও খবর আসেনি।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে