madrasa-student

বিডি নীয়ালা নিউজ(১৭ই এপ্রিল১৬)-ফেনী প্রতিবেদনঃ  ফেনীর এক মাদ্রাসা ছাত্রকে ওই মাদ্রাসারই এক শিক্ষক ফ্যানে ঝুলিয়ে ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে পিটিয়ে নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ছেলেটি ছুটি নিয়ে বাড়ি যেতে চাইলে মাদ্রাসার শিক্ষকেরা তাকে ছুটি দিতে অস্বীকৃতি জানায়। এক পর্যায়ে ছেলেটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু শিক্ষক মোশাররফ হোসেনের হাতে ধরা পড়ার পর ওই শিক্ষক আনুমানিক ১২ বছর বয়সী ওই ছাত্রটিকে ক্রিকেট খেলার স্ট্যাম্প ও ব্যাট দিয়ে উপর্যুপরি আঘাত করতে শুরু করে।

গত শুক্রবার সকালে এই ঘটনা ঘটে।

ছাত্রীটির বাবা বলেন, “ও মাইর খাই প্রথমে বাথরুমে ঢুকি গেছিল। বাথরুম থেকে আবার ছেলেপেলে দিয়ে বাইর কইরা আইন আবার ফ্যানের সাথে ঝুলাইছে। ঝুলাই তারপর আবার নির্যাতন”।

এক পর্যায়ে ছেলেটি অসুস্থ হয়ে পড়লেও তাকে কেউ হাসপাতালে নিয়ে যায়নি, বলছিলেন ফেনী মডেল থানার পরিদর্শক মোহাম্মদ শাহীনুজ্জামান।

শনিবার ছেলেটির বাবা ছেলেটিকে দেখতে মাদ্রাসায় গেলে তাকে আহত অবস্থায় আবিষ্কার করেন এবং তাকে হাসপাতালে নিয়ে যান।

তার পুরো শরীরেই নির্যাতনের চিহ্ন রয়েছে বলে জানাচ্ছেন ছেলেটির বাবা। “পিঠে আছে। দোনো হাতে আছে। রানে আছে, দোনো রানে। আঘাতগুলা শুকানো অনেক সময়ের কাজ। পাঁচ ছমাসেও ক্লিয়ার হবে কিনা সন্দেহ”।

এ ঘটনায় আজ থানায় একটি মামলা হয়েছে।

মামলা হওয়ার পর পুলিশ মাদ্রাসাটিতে অভিযান চালায়, কিন্তু অভিযুক্ত মোশাররফ হোসেন আগেই পালিয়ে যান।

আহত ছাত্রটিকে ফেনী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে