আন্তর্জাতিক রিপোর্টঃ ফিজির উপকূলে বুধবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.২। তবে কোন ক্ষতির খবর পাওয়া যায়নি এবং ভূমিকম্পের কারণে জারি করা সুনামি সতর্কতা তুলে নেয়া হয়েছে।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ফিজির রাজধানী সুভার ২শ ৮৩ কি.মি. ও নদীর ২শ ২১ কি. মি. দূরে এবং সমুদ্র পৃষ্ঠের ১৫ কি. মি. গভীরে এ ভূমিকম্প আঘাত হানে। এর পর দুটি আফটার শক হয়।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র প্রাথমিকভাবে জানায়, ভূমিকম্প কেন্দ্রের ৩শ’ কিলোমিটারের মধ্যে ক্ষতিকর বড় বড় ঢেউ আঘাত হানতে পারে। তবে পরে সতর্কতা তুলে নেয়া হয়।
ফিজির প্রধান দ্বীপ ফিতি লেভুর পশ্চিমাঞ্চলের নদীর বাসিন্দারা জানান, তারা মৃদু কেঁপে ওঠেন। তবে কোন ক্ষতির খবর পাওয়া যায়নি।
গত সোমবার ফিজির দক্ষিণাঞ্চলে ৬.৩ ও গত মাসে পাপুয়া নিউ গিনির কাছে ৭.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে