160331141223_bd_oil_price_reduce_640x360_bbc_nocredit

বিডি নীয়ালা নিউজ(৩১ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ বাংলাদেশে প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ১৮ টাকা কমিয়েছে সরকার।

আজ রাত ১২টা থেকে নতুন মূল্য কার্যকর হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

দাম সংশোধনের ফলে ভোক্তা পর্যায়ে ৬০ টাকার পরিবর্তে ৪২ টাকায় ফার্নেস অয়েল পাওয়া যাবে।

আন্তর্জাতিক বাজারে তেলের ব্যাপক মূল্য হ্রাসের কারণে গত কিছুদিন ধরেই নানা মহল থেকে জ্বালানী তেলের দাম কমানোর দাবি উঠছিলো।

তবে সরকার ফার্নেস অয়েলের দাম কমালেও ডিজেল, পেট্রোল, অকটেনে সহ অন্য জ্বালানী তেলের বিষয়ে নতুন করে কোন কিছু জানায়নি।

বাংলাদেশে তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্যে প্রচুর পরিমাণ ফার্নেস ওয়েলের প্রয়োজন হয়।

সূত্রঃ বিবিসি বাংলা।

 

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে