ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রপতি এম আবদুল হামিদ আজ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ড. এম আলীমুল্লাহ মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন বাসসকে একথা জানান।
রাষ্ট্রপতি বলেন, প্রফেসর আলীমুল্লাহর মৃত্যুতে দেশ একজন প্রখ্যাত শিক্ষাবিদকে হারালো। দেশের শিক্ষাক্ষেত্রে তার অবদানের জন্য জাতি তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এম. আলীমুল্লাহ গতকাল সকাল সাড়ে ৭টায় এ্যাপোলো হাসপাতালে ৭৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে