মুহাম্মদ কাইসার হামিদ, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃ  গত ৬ অক্টোবর- ২০২১ ইং তারিখ রোজ বুধবার সরকার অনুমোদনবিহীন সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইন নিউজ পোর্টাল “কালের নতুন সংবাদ” kalernatunsangbad.com -এ “কুলিয়ারচরে অপসাংবাদিকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন”, দৈনিক জয় বার্তা dailyjoybartr.com -এ “কুলিয়ারচরে অপসাংবাদিক কাইসার ও মৌশুমির বিরুদ্ধে সংবাদ সম্মেলন” daynikdesherbartha24.blogspot.com -এ “কুলিয়ারচরে অপসাংবাদিকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন”, পানকৌডি নিউজ pankourinews.com -এ ” কুলিয়ারচরে অপসাংবাদিকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন”, জাতীয় দৈনিক আলোচিত কণ্ঠ ডটকম-এ “কুলিয়ারচরে অপসাংবাদিকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন”, রাজশাহী বাংলা টিভি rajshahibanglatv.com -এ ” কুলিয়ারচরে অপসাংবাদিক কাইসার ও মৌশুমির বিরুদ্ধে সংবাদ সম্মেলন”, নরসিংদী জার্নাল Narsingdijournal.com -এ “কুলিয়ারচরে সাংবাদিক পরিচয়ে প্রবাসীকে মামলার হয়রানি ও হুমকি”, বাংলাদেশ প্রতিবেদন ডটকম -এ “কুলিয়ারচরে অপসাংবাদিকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন”, দেশ কণ্ঠ বিডি ডটকম -এ ” কুলিয়ারচরে কতিত সাংবাদিক কাইসার ও মৌশুমির বিরুদ্ধে আতিক পরিবারের সংবাদ সম্মেলন” ৭ অক্টোবর বৃহস্পতিবার মুক্তিযুদ্ধার ৭১ সংবাদ ডটকম -এ “কুলিয়ারচরে অপসাংবাদিকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন” ও JT Mofassel Sarker নামক ফেসবুক আইডি থেকে “কুলিয়ারচরে অপসাংবাদিকদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন” শিরোনামে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তা আমাদের দৃষ্টি গোচর হয়েছে। গত ৬ ও ৭ অক্টোবর- ২০২১ইং তারিখ বুধবার কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পিরপুর গ্রামের মৃত জুুুুলহাস মিয়ার ছেলে সাংবাদিক পরিচয়দানকারী ভূয়া সাংবাদিক আতিক হাসান নিলয় (২৪) এর ব্যবহৃত Atiq Hasan Niloy নামক ফেসবুক আইডি থেকে এবং ভূয়া সাংবাদিক কুলিয়ারচর পৌর এলাকার বড়খারচর গ্রামের মৃত আব্দুর রাশিদের মেয়ে ফারজানা আক্তার তার ব্যবহৃত Farjana Akter নামক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডি থেকে একাধিক ব্যক্তিকে টেগ করে বহুল প্রচারের জন্য সংবাদ গুলো শেয়ার করে আমাদের মান সন্মান ক্ষুন্ন করে আসছে।

সংবাদে আমাদের জড়িয়ে যেসব কথা লিখা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন এবং যারা আমাদের নামে মিথ্যা ভিত্তিহীন অভিযোগ করেছে তাদের নামে ও তাদের পরিবারের সদস্যদের অপকর্ম নিয়ে উপযুক্ত প্রমানাদি ও অভিযোগের ভিত্তিতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ করিয়েছি এবং ভূয়া সাংবাদিক ফারজানা আক্তার দলবল নিয়ে আমাদের মারার চেষ্টা সহ হুমকি প্রদর্শন করায় তার নামে গত ২০২০ সালের ১৪ নভেম্বর কুলিয়ারচর থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নং- ৬০৩। এছাড়া কুলিয়ারচর উপজেলার পূর্ব গোবরিয়া গ্রামের মো. ফরহাদ মিয়ার স্ত্রী মোছা. নিলুফা আক্তার (৩২) নামে এক নারী সংবাদকর্মীকে মারধোর ও হুমকী দেওয়ার অভিযোগে ওই নারী সংবাদকর্মী কতিত নামধারী ভূয়া সাংবাদিক ফারজানা আক্তারের নামে গত ৭ ফেব্রুয়ারী কুলিয়ারচর থানায় একটি জিডি করেন। জিডি নং-২৯০। জিডিটি তদন্ত করে প্রাথমিক ভাবে সত্যতা পাওয়া যাওয়ায় পুলিশ বিজ্ঞ আদালতে প্রতিবেদন প্রেরণ করেছে। বর্তমানে তা বিচারাধীন রয়েছে। উক্ত জিডির প্রধান স্বাক্ষী ছিলাম আমি মুহাম্মদ কাইসার হামিদ ।

আতিক হাসান নিলয় আমাকে (মৌসুমী আক্তার) মোবাইল ফোনে বিভিন্ন ইঙ্গিত করে উত্যক্ত করায় আমি (মৌসুমী আক্তার) কুলিয়ারচর থানায় আতিক হাসান নিলয়ের বিরুদ্ধে গত ২৭ সেপ্টেম্বর একটি জিডি করি। জিডি নং-১৩৮৭। উক্ত জিডি মূলে ও প্রয়োজনীয় তথ্য প্রমানাদি হাতে নিয়ে আমি (মুহাম্মদ কাইসার হামিদ) আতিক হাসান নিলয়ের বিরুদ্ধে গত ৩ অক্টোবর দৈনিক পূর্বকণ্ঠ পত্রিকায় “উত্যক্ত করায় সৌদি প্রবাসী আতিক হাসান নিলয়ের বিরুদ্ধে জিডি করেছে এক প্রবাসীর স্ত্রী ” শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেছি। এসব বিষয়ে আতিক হাসান নিলয় ও ফারজানা আক্তার ক্ষিপ্ত হয়ে আরো কয়েকজন লোককে ফুসলিয়ে সাথে নিয়ে গত ৬ অক্টোবর আতিক হাসান নিলয়ের বাড়িতে আমাদের নামে একটি সংবাদ সম্মেলন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করে আমাদের মান সন্মান ক্ষুন্ন করেছে। এছাড়া আমার (মুহাম্মদ কাইসার হামিদ) অনুমতি ছাড়া তাদের সংবাদ সম্মেলনের ব্যানারে আমার (মুহাম্মদ কাইসার হামিদ) ছবি ব্যবহার করে প্রচার করায় আমার মান সন্মান ক্ষুন্ন হয়েছে।

এছাড়া কুলিয়ারচর পৌরসভার বড়খারচর গ্রামের মৃত আব্দুর রাশিদের মেয়ে স্বামী পরিত্যাক্তা ভূয়া সাংবাদিক ফারজানা আক্তার (৩৫), কুলিয়ারচর উপজেলার পশ্চিম আব্দুল্লাপুর গ্রামের মো. কবির হোসেনের স্ত্রী দন্ত চিকিৎসক মোছা. শিরিন আক্তার (৩৫), মকবুল হোসেন ও পিরপুর গ্রামের ফারুকের ভাই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য প্রবাসী মোস্তাক আহম্মেদ (৩৫) আমার (মুহাম্মদ কাইসার হামিদ) বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। তাদের কারোর বিরুদ্ধে জিডি, জিডির স্বাক্ষী ও কারোর পরিবারের সদস্যদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার প্রায় ৫ বছর থেকে ৩ মাস পর ভূয়া সাংবাদিক ফারজানা আক্তারের প্ররোচনায় ও ইন্দনে আমাদের বিরুদ্ধে এসব অভিযোগ করেছে। তা না হলে এত দিন তারা আমাদের বিরুদ্ধে কোথাও মামলা মোকাদ্দমা না করে কিংবা কোথাও কোন প্রকার অভিযোগ না করে এখন অভিযোগ করে কি প্রমাণ করতে চাচ্ছেন? আমরা তাদের সাথে এমন কোন অন্যায় করিনি যে আমাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বিচার দাবী করতে হবে। তাই অভিযোগকারীসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের নামে মিথ্যা ও তথ্যবিহীন সংবাদ প্রকাশকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করছি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে