আন্তর্জাতিক ডেস্কঃ হঠাৎই তীব্র বিস্ফোরণে কেঁপে উঠল প্যারিস। শহরের একেবারে কেন্দ্রস্থলে থাকা রু দে ত্রাভিশে বেকারিতে শনিবার সকালে নটা নাগাদ বিস্ফোরণটি ঘটে। এতটাই তীব্র ছিল সেই বিস্ফোরণ যে আশপাশের দোকানের কাঁচ ভেঙে যায়। ঘটনায় আহত হয়েছেন ২০ জন।

জানা গেছে, বিস্ফোরণের ফলে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িও ক্ষতিগ্রস্ত হচ্ছে। পুরো দোকানটাই পুড়ে গেছে। আহত হয়েছেন পথচারীরাও। পুলিসের প্রাথমিক অনুমান গ্যাস লিক করেই বিস্ফোরণ হয়েছে। নাশকতার কোনোরকম প্রমাণ এখনও ঘটনাস্থল থেকে মেলেনি।গোটা এলাকা সিল করে রেখেছে পুলিশ। বিস্ফোরণের তীব্রতায় আশপাশে ছোট দোকানগুলিও ভেঙে গেছে। একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বেকারিটা। ইয়েলো ভেস্ট আন্দোলনের সঙ্গে এই বিস্ফোরণের কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।  

B/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে