Boishak-Relly

বিডি নীয়ালা নিউজ(১৪ই এপ্রিল১৬) নাজমুল হক হৃদয়(রাঙ্গামাটি প্রতিনিধি): বাংলা নববর্ষ ১৪২৩কে  স্বাগত জানিয়ে পাহাড়ি  জেলা রাঙ্গামাটিতে আনন্দ শোভাযাত্রা মঙ্গল প্রদীপ প্রজ্জলন ও পান্তা উৎসবের মধ্যে দিয়ে পহেলা বৈশাখকে বরণ করা হয়েছে।

বিপুল উৎসাহ উদ্দীপনার মাধ্যমে  নানা বয়সের নারী পুরুষ বিভিন্ন সজ্জিত হয়ে আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়।

রাঙ্গামাটি জেলা প্রশাসনের আয়োজনে সকালে শহরের পৌরসভা প্রাঙ্গন থেকে আনন্দ শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।তারপর  মঙ্গল প্রদীপ  জ্বালিয়ে জেলা প্রশাসনের প্রাঙ্গনে পহেলা  বৈশাখের অনুষ্ঠানে সূচনা করা হয়।

উক্ত শোভাযাত্রায় উপস্হিত ছিলেন রাঙ্গামাটি ২৯৯ নং আসনের সংসদ সদস্য ঊষাতন তালুকদার, তিন  পার্বত্য জেলার  সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিন, পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস,এম জাকির হোসেনসহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে রাঙ্গামাটির স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে