পার্বতীপুর দিনাজপুর  থেকে ,আব্দুল্লাহ আল মামুন ,দিনাজপুর পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাখনি এলাকার ক্ষতিগ্রস্থদের দাবী আদায় ও ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।কয়লাখনি ক্ষতিগ্রস্থদের দাবী আদায় বাস্তবায়ন কমিটির আয়োজনে ২৯ এপ্রিল শনিবার সকাল ১০টায় কয়লাখনি সংলগ্ন বৈগ্রাম সড়কে ঘন্টাব্যাপি এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়।মানব বন্ধনে ক্ষতিগ্রস্থদের দাবী আদায় বাস্তবায়ন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম বলেন, বড়পুকুরিয়া কর্তৃপক্ষ গত ৩ বছর আগে আমাদের এই এলাকার প্রায় ৬৫০ একর জমি অধিগ্রহণ করেন। আমরা মনে করেছিলাম এরপর খনি এলাকার আর কোন মানুষ নতুন করে ক্ষতিগ্রস্থ হবে না। কিন্তু অধিগ্রহণের বাইরে আরও ১০টি গ্রাম চলতি বছরের মার্চ মাস থেকে ভয়াবহভাবে ঘরবাড়ি, ফসলী জমি, স্কুল কলেজ, মসজিদ, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে নতুন করে ফাটল দেখা দিয়েছে। এলাকার মানুষ পরিবার পরিজন নিয়ে চরম ঝুঁকির মধ্যে বসবাস করছে। তিনি আরও বলেন, এর আগে ভূমি অধিগ্রহণকালে প্রতিটি পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী চাকুরী দেবার কথা ছিলো। কিন্তু তাদেরকে চাকুরী দেওয়া হয়নি।এতে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সোলায়মান সামি, গোলাম মোস্তফা, আলহাজ¦ আবু সাঈদ, আসাদুজ্জামান আসাদ, মুক্তিযোদ্ধা মোকলেছুর রহমান, জাহিদুল ইসলাম (রতন), মোঃ নজরুল ইসলাম , সাকোয়াত হোসেন, বেদ আলী, আব্দুর রহমান বাচ্চু, মোছাঃ নুরবানু ও শিউলী আক্তার প্রমূখ্য। বক্তারা বলেন, অবিলম্বে ৬ দফা দাবী বাস্তবায়ন না হলে আগামীতে কঠোর আন্দোলনে যাবেন তারা।এতে নারী, পুরুষ, শিশুসহ ক্ষতিগ্রস্থ ১০টি গ্রামের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেন ।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে