পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
করোনার কারণে দেশব্যাপি শুরু হওয়া লক ডাউনে দিনাজপুরের পার্বতীপুরে খেয়ে না খেয়ে দিনাতিপাত করছেন কর্মহীন, অসহায় ও দিনমজুর হাজারো মানুষ। এসব অসহায়দের প্রতি সাহায্যের হাত বাড়িয়েছেন স্থানীয় সচেতন তরুণদের উদ্যোগে গড়ে ওঠা স্বেচ্ছাসেবি সংগঠন “সামাজিক সাহায্য যুব ফাউন্ডেশনের” (সাযুফ)। সদস্যদের দেয়া চাঁদায় গড়ে ওঠা তহবিল দিয়ে পরিচালিত হয় সংগঠনের ত্রাণ বিতরণসহ বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকান্ড। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১০ টায় মনমথপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রবিউল ইসলাম রবি’র সার্বিক সহযোগীতায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি সাংবাদিক মোঃ আব্দুল্লাহ আল মামুন। এসময় অর্ধশত পরিবারকে ১০ কেজি চালসহ অন্যান্য ত্রাণ সামগ্রী দেয়া হয়। অন্যান্যদের মাঝে সংগঠনের সহ-সাধারন সম্পাদক ডাঃ মোঃ নাজমুল হোসন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোছাদ্দেকুল হোসেন সাদ্দাম, দপ্তর সম্পাদক মোঃ সেলিম বাদশাহ, মাসুদ, রহিম, নাজমুল, ইমরান হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, শুধু করোনা মোকাবেলায় নয় অসহায়দের সহযোগীতা প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক সামাজিক কর্মকান্ডে সর্বদা প্রস্তুত সাযুফের সদস্যরা। সংগঠনকে এগিয়ে নিতে সকলের সহযোগীতায় কামনা করেছেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে