আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) থেকেঃ “স্বয়ং-সম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে ১৮-২৪জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে মৎস্য অধিদপ্তর, পার্বতীপুরের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আনোয়ার হোসেন। সহকারী মৎস্য কর্মকর্তা রেজাউল করীমের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান, হ্যাচারীর খামার ব্যাবস্থাপক আঃ সালাম প্রামানিক, সম্প্রসারণ কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমূখ।

পরে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সংবাদ কর্মীদের প্রশ্নের উত্তর দেন সিনিয়র মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান। একজন মানুষের দৈনিক ৬০গ্রাম মৎস্য আমিষের চাহিদা অনুযায়ী পার্বতীপুর উপজেলায় ৩ লাখ ৬৫হাজার ১০৩ জনের জন্য ৭৯৯৫.৭৫ মেঃ টঃ মাছের চাহিদা আমরা এরই মধ্যে পূরণ করতে সক্ষম হয়েছি এসময় উল্লেখ্য করেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে