pic

আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি: সারাদেশের ন্যায় একযোগে দিনাজপুরের পার্বতীপুরেও ২০নভেম্বর রোজ রবিবার থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে পরীক্ষা চলবে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত। এবারে পার্বতীপুর উপজেলায় ২৩টি কেন্দ্রে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনীতে ৭৬৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে বালক ৩৬৮৫জন, বালিকা ৪০০৪ জন। ২৩টি কেন্দ্রের মধ্যে ২০টিতে অংশগ্রহণকারী ইবতেদায়ী পরীক্ষার্থীর সংখ্যা ৬৮২ জন। বালক ৪৪০জন ও বালিকা ২৪২ জন। বাকি ৩টি কেন্দ্রে ইবতেদায়ীর কোন পরীক্ষার্থী নেই বলে জানান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার এ কে এম আজিজুল ইসলাম। পরীক্ষার শুরুতেই ষ্টার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পরিদর্শন করেন, উপসচিব নেছারউদ্দীন আহমেদ। পরীক্ষার পরিবেশ সুষ্ঠ্য সুন্দর ভাবে চলছে বলে জানান বিভিন্ন কেন্দ্রের সচিবগণ। পরীক্ষা চলাকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান । প্রথম দিনে কোন পরীক্ষার্থী বহিষ্কার হয় নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে