north korea

বিডি নীয়ালা নিউজ(১২ই জুলাই ২০১৬ইং)-আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর কোরিয়া পারমাণবিক ক্ষেত্রগুলোতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক উত্তর কোরিয়া পর্যবেক্ষণ প্রকল্পের কর্মকর্তারা। স্যাটেলাইট ইমেজ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে কর্মকর্তারা এমন তথ্য পেয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, এটা পরিষ্কার যে উত্তর কোরিয়া পারমাণবিক প্রক্রিয়াটি সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভবিষ্যতে আরও কয়েকটি পারমাণবিক পরীক্ষার দিকে এগিয়ে যাচ্ছে পিয়ংইয়ং। স্যটেলাইট ছবিতে দেখা গেছে, সুড়ঙ্গ চালু করা হয়েছে। সেখানে প্রয়োজনীয় উপকরণ একত্রিত করা হচ্ছে। মর্কিন পর্যবেক্ষণকারী দলটি জানিয়েছে, দক্ষিণাঞ্চলের পরীক্ষার জায়গাটিতে গাড়ি চলাচল বেড়ে গেছে। উত্তর কোরিয়া হয়তো খুব দ্রুতই তাদের ৫ম পারমাণবিক পরীক্ষার দিকে এগিয়ে যাচ্ছে। ৬ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের দায়ে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে কালো তালিকাভুক্ত করে। এর আগে গত সপ্তাহে উত্তর কোরিয়া অবরোধের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়ার কথা জানায়। উত্তর কোরিয়া এটাকে এক ধরনের ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে চিহ্নিত করেছে।

 

 

 

 

bd-protidin

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে