ডেস্ক রিপোর্ট: পাবনা-ঢাকা মহাসড়কের আতাইকুলা থানার মধুপুর এলাকায় যাত্রীবাহী বাস উল্টে ৩ জন নিহত ও কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
আজ সকাল সাড়ে ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহতদের দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, জেলার আমিনপুর থানার কাশিনাথপুর বরাট গ্রামের নিফাজ উদ্দিনের ছেলে আবু মুছা (৪০) ও সাঁথিয়া উপজেলার বোয়ালিয়া হাটবাড়িয়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে আব্দুল মমিন (৩৫)।
আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকা জনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
পাবনার মধুপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শহিদ হোসেন জানান, বুধবার সকালে কাজিরহাট থেকে ছেড়ে আসা পাবনাগামী উত্তরা ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মধুপুরে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি রাস্তার পাশের একটি খালে উল্টে যায়। এতে বাসে থাকা যাত্রীরা আহত হয়। হাসাপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় ৩ জন মারা যান।
ঘটনাস্থল থেকে বাসটিকে উদ্ধারের প্রক্রিয়া চলছে বলেও উল্লেখ করেন তিনি।

বি/বি/সি/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে