160413025437_mossack_fonseca_640x360_reuters_nocredit

বিডি নীয়ালা নিউজ(১৩ই এপ্রিল১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ  পানামা পেপার্স নামে পরিচিত গোপন নথিপত্র ফাঁসের ঘটনার পর পানামার ল’ফার্ম ‘মোসাক ফনসেকার’ প্রধান কার্যালয়ে দেশটির অ্যাটর্নি জেনারেলের অফিসের পক্ষ থেকে অভিযান চালানো হয়েছে।

কর্তৃপক্ষ বলছে দেশটির পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে অবৈধ কার্যকলাপের নথির খোঁজ করা হয়েছে।

পানামার পুলিশের এক বিবৃতিতে বলা হচ্ছে, ‘মোসাক ফনসেকা’র বিরুদ্ধে কর ফাঁকি ও প্রতারণার অভিযোগ রয়েছে। প্রতিষ্ঠানটির কার্যালয়ে নৈতিক কর্মকান্ডের নথি খোঁজা হয়েছে।

যদিও প্রতিষ্ঠানটি বলছে তারা অনৈতিক কোন কিছু করেনি, অবৈধ কোনও কিছুর সঙ্গেও যুক্ত নয়, তাদের সব কার্যক্রম বৈধ।

পানামা পেপার্স কর ফাঁকির কেলেংকারির পর বিশ্বের বড় বড় রাজনীতিক ও তারকা বিব্রত হয়েছেন।

ক্ষমতাধর রাজনীতিক থেকে শুরু করে নামকরা তারকা- অনেকের কর ফাঁকির গোপন তথ্য

ও অর্থ পাচার করে বিদেশে লাভজনক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার অভিযোগও উঠেছে।

নথি ফাঁসের এ ঘটনাকে এযাবতকালের সবচেয়ে ব্যাপক গোপন তথ্য ফাঁসের ঘটনা বলে বর্ণনা করা হচ্ছে।

বিশ্বের ৭৬টি দেশের ১০৭টি সংবাদমাধ্যমে ‘পানামা পেপার্স’ নামে এক কোটি ১০ লাখেরও বেশি নথি ফাঁস হয়েছে।

এর কিছু অংশ বিবিসি প্যানোরমা ও দ্য গার্ডিয়ানেও প্রকাশ হয়েছে। যদিও এসব নথি কোথা থেকে এসেছে সে বিষয়ে কিছু জানা যায়নি।

সূত্রঃ বিবিসি

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে