ডেস্ক রিপোর্ট: স্টেশন চত্ত্বরের পূবপাশের রাস্তায় পড়ে আছে এক পাগলি। নামধাম বলতে পারে না। তার কোলে সদ্যপ্রসূত ফুটফুটে শিশু। এ খবর ছড়িয়ে পড়লে শিশুসহ পাগলিকে উদ্ধার করে মেলান্দহ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।‘

শিশুটি এখন জামালপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধানে। খোঁজা হচ্ছে দায়িত্ব নিতে আগ্রহীদের। এজন্য বুধবার রাতে (৩০ অক্টোবর) মেলান্দহ উপজেলার নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীনের সভাপতিত্বে বসে শিশু সুরক্ষা কমিটির বোর্ড সভা। উপস্থিত ছিলেন আইন সহায়তা কমিটির সভাপতি অধ্যক্ষ আলহাজ জহুরুল ইসলাম, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা ও উদ্ধারকারী এসআই এনামুল হক সিদ্দিক, সমাজসেবা কর্মকর্তা ফারুক হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, আ’লীগ সভাপতি আ. রাজ্জাক সুজাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মেলান্দহ থানার শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা এসআই এনামুল হক সিদ্দিকী পিবিএকে জানিয়েছেন-ওসি রেজাউল করিম খানের নির্দেশে ওই পাগলীকে উদ্ধার শেষে মেলান্দহ হাসপাতালে ভর্তি করি। পরদিন সন্ধ্যায় শিশু সুরক্ষা কমিটির বোর্ড সভার সিদ্ধান্ত অনুয়ায়ী শিশুটিকে কেউ নিতে আগ্রহী হলে তাদেরকে আবেদন করতে বলা হয়েছে। শিশুটিকে দেখভালের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধানে দেয়া হয়েছে।

P/B/A/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে