ডেস্ক রিপোর্ট : অনেক টানাপোড়েন, চাপান-উতোরের পর তিন মাসে তিনবার বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সূচনা হচ্ছে আজ লাহোরের বিমান ধরার মধ্য দিয়ে। সাকিব আল হাসান নিষিদ্ধ। মুশফিকুর রহিম যাচ্ছেন না। পঞ্চপাণ্ডবের মধ্যে মাশরাফি মুর্তজা ক্রিকেটে খুদে ফরম্যাটের বাইরে। শালিমার বাগের শহর লাহোরে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি তিনটি টি ২০ ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ।

পাকিস্তানে যেতে পরিবারের সম্মতি আদায় করতে তাকে যথেষ্ট বেগ পেতে হয়েছে। অধিনায়ক ও তামিমই এই দলের দুই কাণ্ডারি, যারা এর আগে পাকিস্তান গেছেন ২০০৮ সালে। সুতরাং দলের এই দুই সিনিয়র ক্রিকেটারের কাঁধে থাকবে বড়সড় দায়িত্ব।

মঙ্গলবার মিরপুরে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানালেন সেই দায়িত্ব নিতে তারা প্রস্তুত, ‘তামিম ও আমি- দু’জনই অনুভব করছি এবার আমাদের একটু বাড়তি দায়িত্ব নিতে হবে। টপঅর্ডারে তামিমের অভিজ্ঞতা এখানে বড় ভূমিকা রাখবে। সে ভালো ছন্দে আছে। বিপিএলে রান পেয়েছে। আমিও নিজের দায়িত্ব ঠিকঠাক পালনের সর্বোচ্চ চেষ্টা করব। দলের অন্য সব ব্যাটসম্যানও পরিস্থিতি অনুযায়ী যে কোনো পজিশনে ব্যাট করতে প্রস্তুত।’

পাকিস্তান টি ২০ র‌্যাংকিংয়ে এক নম্বর দল হলেও এ নিয়ে ভাবছেন না মাহমুদউল্লাহ। অধিনায়ক জানালেন, পাকিস্তানে চ্যালেঞ্জ নিতে উন্মুখ তার দল, ‘আমরা নয় নম্বরে, ওরা এক নম্বরে। টি ২০ তারা ধারাবাহিকভাবে খেলে আসছে। আমার মনে হয়, যেভাবে আমরা ক্রিকেট খেলেছি শেষ কয়েকটি সিরিজে, আমি খুব আশাবাদী যে ভালো কিছু ম্যাচ উপহার দিতে পারব। ইনশাআল্লাহ, আমরা সিরিজ জেতার চেষ্টা করব।’

তিনি বলেন, আমাদের মনোযোগ দিতে হবে আমরা কতটা ভালো খেলতে পারি সেদিকে। আমি মনে করি, এই দলে যারা আছে, তারা ভালো ফর্মে আছে। আমাদের বুঝতে হবে, যদি সেরা ক্রিকেট খেলতে পারি, তাহলে আমরা জিততে পারব। আমাদের ক্রিকেটটা আমরা কীভাবে প্রয়োগ করতে পারি, কীভাবে নিজেদের ব্যবহার করতে পারি, ব্যক্তিগতভাবে এটা নিয়ে ভাবা আমি মনে করি জরুরি।’

J/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে