মোঃ আমজাদ হোসেন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: বিভিন্ন প্রকারের সবজি চাষের পাশা পাশি দেশের উত্তরবঙ্গের জেলা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এবছর শিমের চাষ বেড়েছে শিম চাষে সার কীটনাশক ও শ্রমিক খরচ অন্য সবজি চাষের তুলনায় কম হওয়ায় লাভ অধিক।

একারনে এলাকার অনেক চাষী শিম চাষে এগিয়ে আসছে আগে বাড়ির পাশে পরিত্যক্ত স্থানে,উঠানে ঝাংলায় ও ছাদে গৃহিনীরা বিভিন্ন সবজি শিম চাষ করত এখন কৃষকরাই বাণিজ্যিক ভাবে নাইলন সুতা,জিআই তার এবং বাঁশের খুটির ঝাংলা মাচায় চাষ করছেন করলা, লাউ,পটলের পাশা পাশি শিম চাষ করছেন।

চাষীরা বলেন, অধিক বৃষ্টির ফলে জমিতে পানি জমে ফসলের গাঁয়ে দাগ ধরে ও পঁচে যায় এতে ফসলের ব্যাপক ক্ষতি হয় অপরদিকে পঁচা ও দাগ ধরা ফসল বাজারেও দাম কম উপজেলার বাগজানা ইউনিয়নের চাম্পাতলী মাঠে উমর আলী ও আবু বক্কর-কে শিমের ক্ষেত পরিচর্যা করতে দেখা যায়।

শিমের গাছের লতা ডগা ফুলে ফুলে ছেয়ে গেছে ডগার গোড়ায় ছোট ছোট শিমও ধরেছে কৃষক বক্কর বলেন,এই ঝাংলায় প্রথমে করলা চাষ করে ছিলাম করলার শেষের দিকে শিম চাষ করেছি ফুলও ধরেছে তিনি আরো বলেন,শিমের দাম এখন ভাল কিছু দিনের মধ্যে বাজারে বিক্রয় করতে পারলে লাভ হবে এমন আশা তার।

কৃষক উমর আলী বলেন এক বিঘা জমিতে শিম চাষ করতে খরচ হয় ৫ হাজার টাকা মৌসুমের শুরুতে প্রতি কেজি শিম বিক্রি হয়েছে ৫০ টাকা দরে,আর এখন দাম কমে প্রতি কেজি শিম ৩০-৩৫টাকা দরে বিক্রি হচ্ছে তাতেই মোটা মুটি লাভের আশা করছি।

পাঁচবিবি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ লুৎফর রহমান জানান আন্তঃফসল হিসেবে পাঁচবিবি উপজেলায় রয়েছে প্রায় ৫৫০ হেক্টর জমি এর মধ্যে রয়েছে আলুর সঙ্গে ভূট্টা আলুর সঙ্গে মিষ্টি কুমড়া বেগুণের সঙ্গে মরিচ আবার একই সঙ্গে লাল শাক, কলমি,পালং শাক শিম পেঁয়াজ জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে