মাহমুদুল্লাহ রিয়াদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: গতকাল রবিবার (০১ জানুয়ারি ২০২৩)ইং তারিখে ময়মনসিংহ সদর উপজেলা ৪নং পরানগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে নতুন ক্লাসের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠান পালিত হয়েছে। পহেলা জানুয়ারি নতুন বছরের পাঠ্যবই বিতরণ উৎসব উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা শেষে বিদ্যালয়ে সকল ছাত্র-ছাত্রীদের মাঝে সরকারি নতুন বই হাতে তুলে দেওয়া হয় নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করতে করতে বাড়িতে ফিরে যেতে দেখা গেছে। ঐতিহ্যবাহী পরানগঞ্জ শিক্ষাপ্রতিষ্ঠানে উৎসবের আমেজে শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যে বই তুলে দেওয়া হয়।

রবিবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নের পরানগঞ্জ উচ্চ বিদ্যালয়ে বই বিতরণের উৎসবের আয়োজন করেন প্রধান শিক্ষক খাইরুল আলম।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম আব্বাস বাবুল এর সভাপতিত্বে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শিক্ষার মান-উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন ৩নং বোররচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সাব্বির বক্তব্যে তিনি বলেন, বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া বর্তমান সরকারের অঙ্গিকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ উদ্যোগটি নিয়েছিলেন সে জন্য তাকে ধন্যবাদ জানাই। এ উদ্যোগের ফলে আমাদের শিক্ষার্থীরা বিনামূল্যে পাঠ্যবই পাচ্ছে। আমার ইচ্ছে ছিলো- চরাঞ্চলের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন করা উৎসব সঞ্চালনায় করেন নাজনিন সুলতানা সহ বক্তব্য রাখেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে