ডেস্ক রিপোর্ট :জেলার চলতি মৌসুমে আমের বাম্পার ফলন হয়েছে। উপজেলা ঘুরে আম বাগান মালিকদের সাথে কথা বলে জানা যায়, অন্যান্য বছরের তুলনায় এবার আম বাগানগুলোতে আমের ভাল ফলন হয়েছে। আম বাগানের পাশাপাশি বসত বাড়ির পাশে ও আঙ্গিনায় আমগাছগুলো প্রচুর পরিমাণ আম ধরেছে। আর অল্প কিছুদের মধ্যে আম পাকা শুরু করবে। আমের বাম্পার ফলন হওয়ায় উপজেলার আম বাগানসহ আমচাষিদের মাঝে খুশির আমেজ লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া অনুকূল থাকলে আম চাষিরা এবার আমের ভাল দাম পাবে।
এব্যাপারে উপজেলা কৃষি অফিসার মোঃ এনামুল হক জানান, উপজেলা বড় ও ছোট মিলে প্রচুর পরিমাণ আম বাগান গড়ে উঠেছে। এবার আম বাগানগুলো প্রচুর পরিমাণ মুকুল ধরেছিল। আবহাওয়া অনুকূল থাকায় এবং আম বাগানগুলোর পরিচর্যা ঠিক মত হওয়ায় আমের বাম্পার ফলন হয়েছে। আম পাকা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে আমচাষিরা এবার আম চাষ করে লাভবান হতে পারবে।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে