উজ্জ্বল রায়, নড়াইল থেকে: নড়াইলে ২৩ সদস্য বিশিষ্ট তারেক জিয়া পরিষদ গঠিত হয়েছে। এ উপলক্ষে আজ দুপুরে শহরের আদালতপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-তারেক জিয়া পরিষদ কেন্দ্রীয় সংসদের যুগ্ম-আহবায়ক জিয়াউর রহমান। প্রধান বক্তা ছিলেন-জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ। বিশেষ বক্তা ছিলেন-টিপু সুলতান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিয়াবুর রহমান শিহাব, বিএনপি নেতা ইউসুফ আলী, সেলিম রেজা লিটু, মঞ্জুরুল হক রঞ্জু, মফিজুর রহমান, তৌহিদুর রহমান মোল্যা, আকতার মোল্যা, জিকাত সরদারসহ অনেকে।

সভায় ইমরুল হাসানকে আহ্বায়ক এবং মঈনুল ইসলাম মিনহাজকে সদস্য সচিব করে ২৩ সদস্য বিশিষ্ট তারেক জিয়া পরিষদ নড়াইল জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এ কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জাহিদ শেখ ও রাজিব শেখকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে