neymar-silva

বিডি নীয়ালা নিউজ(৩০ এপ্রিল১৬)-স্পোর্টস ডেস্কঃ কোপা আমেরিকা টুর্নামেন্টের জন্য ৪০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন।

যেখানে কাকার মতো অনিয়মিত ফুটবলারের সুযোগ মিললেও ঠাঁই হয়নি অধিনায়ক নেইমার, অভিজ্ঞ ডেভিড লুইজ, থিয়েগো সিলভা ও মার্সেলোর।

আগামী ৫ মে আসরকে কেন্দ্র করে ২৩ সদস্যের মূল দল ঘোষণা করা হবে। তবে তার আগে কোচ কার্লোস দুঙ্গার এমন তারকাবিহীন দল দেখে বিস্মিত ব্রাজিল সমর্থকরা।

তবে নেইমারের বিষয়টি একটু ভিন্ন। জাতীয় দলের হয়ে চলতি বছর ব্রাজিল অধিনায়ক একটির বেশি টুর্নামেন্টেই খেলতে পারবেন-এমন চুক্তি হয়েছিলো তার ক্লাব বার্সেলোনা ও জাতীয় দলের মাঝে। পরে সমঝোতার ভিত্তিতে ঘরের মাঠে রিও অলিম্পিকেই নেইমারের খেলার ব্যাপারে সম্মত হয় তারা। আর এই কারণেই কোপাতে মাঠের বাইরেই থাকতে হচ্ছে এ তরুণ স্ট্রাইকারকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে