ronaldinho

বিডি নীয়ালা নিউজ(১৯ই জুলাই ১৬)-স্পোর্টস ডেস্কঃ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। রোনালদো-রোনালদিনহো-কার্লোস-আদ্রিয়ানোদের নিয়ে গড়া দলই তো সেলেওকাওদের সোনালী প্রজন্মের গল্প বলে। এটা খুব বেশি দিন আগের কথা নয়। সেসময় বিশ্বফুটবলে একচ্ছত্র আধিপত্য ছিল হলুদ জার্সিধারীদের। ২০০২ সালে সবশেষ বিশ্বকাপ জিতেছে তারা।

তবে নেইমার-অস্কার-উইলিয়ানদের নিয়ে গড়া ব্রাজিল দলে সেই ক্ষুরধার ভাবটা নেই। ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে জার্মানির কাছে ৭ গোল হজম করেছে তারা। বিশ্বকাপ থেকে এ পর্যন্ত দুবার কোচের পরিবর্তন হয়েছে। শতবর্ষী কোপা আমেরিকায় গ্রুপপর্ব থেকেই বাদ পড়েছে ব্রাজিল। তাই নেইমারদের প্রজন্মকে ‘দুর্ভাগা’ বললেন রোনালদিনহো।

বার্সেলোনার সাবেক তারকা মিডফিল্ডার রোনালদিনহো বলেন, ‘ব্রাজিলে মেধাবীর অভাব নেই। কিন্তু এই প্রজন্মের ফুটবলাররা তার সঙ্গে খাপ খায় না। বলতে পারেন এই প্রজন্মেরই দুর্ভাগ্য এটা৷ আমরা এতটাই ভাগ্যবান ছিলাম যে, রোনালদোর পর আদ্রিয়ানোর মতো একজন স্ট্রাইকারও পেয়েছিলাম৷ তবে ফুটবলের সিস্টেম এর জন্য দায়ী নয়। ওই দেশের সাম্প্রতিক পরিস্থিতিও এর সঙ্গে জড়িয়ে আছে৷’

 

 

banglamail24

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে