আমি নিজের মধ্যে নিজেকে লুকাই সহস্রবার,
নিজের কাছেই আবার নিজেকে খুঁজি!
আমি তথাকথিত ভালোবাসাও চাই নি!
আমি আজকালকার প্রেমিকাদের মতন ভালোবাসিও নি!
আমি নিজের জন্য অন্য একটা একান্ত নিজকে খুঁজেছি!
সে আমারে আমার হতে দেয় না!
আবার আমারে তার করে নেয় না!
তবুও জেনো, আমি প্রেম চাই নি!
আমি তোমার একলা থাকার সময়ের তোমার ছায়া হতে এসেছিলাম!
তুমি তারা গুনতে গিয়ে চাঁদ দেখার আনন্দকে হারিয়েছো!
আর সেই চাঁদ অপেক্ষার পাল্লা ভারী করে তোমায় বড্ড বেসামাল করে মেঘে মিলিয়ে গেছে!
তবে আমিতো চাঁদ নই,আমি নীহারিকা।
আমার মেঘের সাথৈ লেনাদেনা নেইযে।
আমিতো হারিয়েও যাবোনা,থেকে যাবো তোমারই আকাশে।
ভরা জ্যোৎস্নার স্বাদ তুমি চাও নি!
কিন্তু চাঁদ ঠিকই তোমাকে ছুয়ে দিয়ে গেছে!
আমি শুধু ভালোবাসতে আসি নি!
আমি পা’য়ে পা মিলিয়ে তোমার দুঃখগুলো ছুয়ে ছুয়ে তোমার চলার সঙ্গী হতে এসেছিলাম!
আমি তোমার চোখে একান্ত আমাকে দেখতে পাই নি।
কিন্তু আমার চোখে একমাত্র তুমি’ই ছিলে!
তুমিই আছো এবং থাকবে শতবর্ষ।
শুধু তুমি! শুধুই তুমি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে