আসাদুজ্জামান সুজন, নীলফামারী থেকেঃ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারীর ৪টি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১০ ডিসেম্বর) সকালে রিটার্নিং কর্মকর্তা ও নীলফামারীর জেলা প্রশাসক (ডিসি) নাজিয়া শিরিণ প্রার্থীদের নাম ঘোষণা করেন এবং ওই প্রার্থী বা তার প্রতিনিধির হাতে প্রতীক তুলে দিয়ে এ কার্যক্রম শুরু করেন।

নীলফামারী-১ আসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন আফতাব উদ্দিন সরকার (নৌকা), রফিকুল ইসলাম (ধানের শীষ), জাফর ইকবাল সিদ্দিকী (লাঙ্গল), জেবেল রহমান গনি (গাভী), মাওলানা মো.মঞ্জুরুল ইসলাম (খেজুর গাছ), মো.ইউনুস আলী (মই), মো.সাইফুল ইসলাম (হাতপাখা), মো.সিরাজুল ইসলাম(টেলিভিশন)।

নীলফামারী-২ (সদর) অাসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন আসাদুজ্জামান নূর (নৌকা), মনিরুজ্জামান মণ্টু (ধানের শীষ), মো.রাবেয়া বেগম (আম), মো.জহুরুল ইসলাম (হাতপাখা)।

নীলফামারী-৩ অাসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন মো. আজিজুল ইসলাম (ধানের শীষ), মো.আমজাদ হোসেন সরকার (হাতপাখা), রানা মোহাম্মাদ সোহেল (লাঙ্গল)।

নীলফামারী- ৪ অাসনে প্রতীক বরাদ্দ পেয়েছেন মো. আমজাদ হোসেন সরকার (ধানের শীষ), আহসান আদেলুর রহমান (লাঙ্গল), মো. আব্দুল হাই সরকার (আম),  মো. শহিদুল ইসলাম (হাতপাখা)।

প্রতীক নিয়ে আজ থেকেই প্রার্থীরা প্রচারণার কাজ শুরু করবেন। নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী, প্রতীক বরাদ্দের পর থেকে প্রচার কাজ শুরু করতে হবে। আর এই প্রচারণার কাজ বন্ধ করতে হবে ভোটগ্রহণ শুরুর ৩২ ঘণ্টা আগে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে