fb_img_1478764365098

আসাদুজ্জামান সুজন, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারী জেলার ছয় উপজেলার ২২৮টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টায় সার্কিট হাউস সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে এসব বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক জাকীর হোসেন, জেলা পরিষদ প্রশাসক মমতাজুল হক, পুলিশ সুপার জাকির হোসেন খান, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান ও নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মোসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ।

উল্লেখ্য, নীলফামারী জেলায় এক হাজার ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ইতোপূর্বে ৫১টি বিদ্যালয়ে ল্যাপটপ ও মাল্টিমিডিয়া এবং ৬০টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করা হয়েছিল। সংশ্লিষ্টরা জানান ধাপে ধাপে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর ও ল্যাপটপ বিতরণ করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে