নীলফামারী প্রতিনিধিঃ ১ জানুয়ারি সারাদেশের সঙ্গে একযোগে বই উৎসবে যুক্ত হবে নীলফামারীর মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরাও। ইতোমধ্যে শিক্ষার্থীদের জন্য সরকারের দেয়া বিনামূল্যের বই পৌঁছে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দিতে প্রস্তুতিও শুরু করেছে প্রাথমিক শিক্ষা বিভাগ।

জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, নীলফামারী জেলার ৩ লাখ ৮৭ হাজার ২১৩ জন শিক্ষার্থীর বিপরীতে চাহিদা অনুযায়ী ২০১৭ শিক্ষাবর্ষে ১৮ লাখ ২১ হাজার ৫০৩টি বই এসে পৌঁছেছে উপজেলা শিক্ষা অফিসের গোডাউনে।

জেলার ছয় উপজেলার মধ্যে চাহিদা অনুযায়ী, কিশোরগঞ্জ উপজেলায় ২ লাখ ৪৩ হাজার ১৫০টি, জলঢাকা উপজেলায় ৪ লাখ ২৫ হাজার ৬১০টি, ডিমলা উপজেলায় ২ লাখ ৮৯ হাজার ৮০৯টি, ডোমার উপজেলায় ১ লাখ ৯৯ হাজার ৫০০টি, সৈয়দপুর উপজেলায় ১ লাখ ৮৩ হাজার ৮২৫টি, নীলফামারী সদর উপজেলায় ৪ লাখ ৪৪ হাজার ৯০টি এবং বাফার স্টকে ৩৫ হাজার ৭১৯টি বই পৌঁছেছে।

ডোমার উপজেলা শিক্ষা কর্মকর্তা রেহেনা ইয়াসমিন বলেন, সারাদেশের সঙ্গে মিল রেখে ১ জানুয়ারি একযোগে ডোমার উপজেলার শিক্ষার্থীদের মাঝেও নতুন বছরের নতুন বই তুলে দেয়া হবে। ইতোমধ্যে উপজেলা থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় চাহিদা অনুযায়ী বই পৌঁছে দেয়া হয়েছে। তিনি জানান, ডোমার উপজেলায় ১ লাখ ৯৯ হাজার ৫০০টি বইয়ের চাহিদার বিপরীতে শতভাগ বই এসেছে।

জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ২০১৭ শিক্ষাবর্ষের জন্য প্রয়োজনীয় বই শতভাগ পাওয়া গেছে ইতোমধ্যে। বিদ্যালয়গুলোতে বই পৌঁছানো শুরু হয়েছে।

তিনি অারও জানান, জেলায় মোট বিদ্যালয় সংখ্যা ২৫৭২টি। এর মধ্যে সরকারি ১০৪১টি, পরীক্ষণ বিদ্যালয় ১টি, এনজিও পরিচালিত ৯১৪টি, কিন্টার গার্টেন ২৮৮টি, উচ্চ বিদ্যালয় ১৪টি, মাধ্যমিক বিদ্যালয় ১৩টি, রস্ক ৫৩টি, রেজিস্টার্ড ১৫৫টি এবং অন্যান্য ৯৩টি বিদ্যালয় রয়েছে। প্রাপ্ত এসব বই ইতোমধ্যে জেলার সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোতে প্রেরণ করা হয়েছে। নতুন বছরের শুরুতে ১ জানুয়ারী আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হবে। বাংলা, ইংরেজী, গণিত, সমাজ, বিজ্ঞান, ইসলাম ধর্ম শিক্ষা, হিন্দু ধর্ম, খৃষ্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম শিক্ষাসহ প্রাথমিকের ৯টি বিষয়ের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে। আর যেসব বই এখনো আসতে বাকী আছে সেগুলো আগামী ২/১ দিনের মধ্যেই এসে পৌঁছে যাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে