মাফি মহিউদ্দিন কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সোমবার চাঁদখানা ইউনিয়নে ৫০ কর্মহীন পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ। 
সোমাবার দুপুরে তার গাড়িতে ৫০ জনের খাবার নিয়ে গিয়ে উপজেলার চাঁদখানা ইউনিয়ন পরিষদের কর্মহীন মানুষদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ করার সময় উপস্থিত ছিলেন চঁাদখানা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাফিজার রহমান হাফি। চঁাদখানা ইউনিয়নের ৫০ জন কর্মহীন মানুষদের মাঝে প্রত্যেককে ১০ কেজি চাল, ৬ কেজি আলু, ৫০০ গ্রাম মুশুর ডাল ও ৫০০ গ্রাম সয়াবিন তেল প্যাকেট করে দেয়া হয়।  
উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদ জানান- কর্মহীন মানুষদের পাশে সরকার আছে ও থাকবে। প্রশাসনের তরফ থেকে বিতরণ কার্যক্রম শুরু করেছি। আজ ৫০ জনের মাঝে বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে ৫ শ’ জনের মাঝে এ সামগ্রী বিতরণ করা হবে। 
তিনি আরও জানান- উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় সোমবার উপজেলা শহরের রাস্তা-ঘাট ও অফিসে অফিসে জীবানুনাশক স্প্রে করা হয়েছে এবং অব্যাহত থাকবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে