জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীতে সহিংস উগ্রবাদ প্রতিরোধে দুইদিনের কর্মশালার সমাপ্ত হয়েছে। রবিবার ২৪ অক্টোবর বিকাল ৩টার দিকে কর্মশালার সমাপ্তি হয়।

এর আগে গতকাল শনিবার(২৩ অক্টোবর) সকাল ১০টার জেলা শহরের আখতারুল হাবিব প্রশিক্ষন কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্ধোধন করেছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার। স্থানীয় বেসরকারী উদয়ঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও রুপান্তরের যৌথ আয়োজনে দুই দিনের কর্মশালায় সহিংস উগ্রবাদ প্রতিরোধে করনীয় নিয়েবিস্তারিত তুলে ধরেন প্রশিক্ষকরা।

এতে সহিংস প্রতিরোধ কমিটির (পিভিআই) ২০ জন সদস্য প্রশিক্ষনে অংশ গ্রহন করে। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর থানার ওসি মো. আব্দুর রউফ, সহিংস প্রতিরোধ কমিটির আহবায়ক ও সাবেক অধ্যক্ষ সরোয়ার মানিক, ইউএসএস’র নির্বাহী পরিচালক আলাউদ্দিন, রুপান্তরের বিভাগীয় সম্ময়কারী কামরুজ্জামান রানা, সদস্য ফারহানা ইয়াসমিন ইমু, ওই কমিটির সদস্য শীষ রহমান, ফাহামিনা জাহান প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে