nilphamari-2-800x445

নীলফামারী প্রতিনিধিঃ সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে নীলফামারীতে নীলকন্ঠ আবৃত্তি পরিষদের আয়োজনে স্মরণ সভা হয়েছে।

শুক্রবার বিকেলে নীলফামারী শিল্পকলা একাডেমী চত্ত্বরে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের আয়োজনে ও নীলকন্ঠ আবৃত্তি পরিষদের ব্যবস্থাপনায় এ সভার আয়োজন করা হয়।সভায় সৈয়দ হকের কবিতা পাঠ,কবির কর্মময় জীবনের ওপর আলোচনা করা হয়।নীলকন্ঠ আবৃত্তি পরিষদের সভাপতি আবদুল বারীর সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সহসভাপতি এ্যাডভোকেট অসিত কুমার ধর, প্রভাষক মৃনাল কান্তি রায়,নীলকন্ঠ আবৃত্তি পরিষদের সহসভাপতি, সৈয়দা জিনাত রেহেনা,সুরাইয়া পারভীন, নীলফামারী থিয়েটারের সাধারন সম্পাদক মনিরুল হাসান আপেল বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, প্রিয় কবি সৈয়দ হক বাংলার মানুষের কথা বলেছেন। তার অমর সাহিত্য রচনা দিয়ে বাংলা সাহিত্যকে করেছেন সমৃদ্ধ। শুধু সাহিত্য রচনার মধ্যে সীমাবদ্ধ ছিলেন না তিনি। চলচ্চিত্র নির্মাণ করেছেন। করেছেন সাংবাদিকতা। ছিলেন গীতিকার। লিখেছেন মঞ্চ নাটক। সব্যসাচী প্রিয় কবি সৈয়দ শামসুল হকের অবদান কখনও ভোলার নয়। তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে স্থায়ী হয়ে থাকবেন হাজার হাজার বছর।অপরদিকে আমার পরিচয় কবিতা আবৃত্তি করেন সংগঠনের আবৃত্তি শিল্পীরা মীম,আনতু,রিমি,জিনিয়াস।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে