nilfamary sujon

বিডি নীয়ালা নিউজ(১৪ই আগস্ট ২০১৬ইং) আসাদুজ্জামান সুজন,নীলফামারী প্রতিনিধিঃ  নীলফামারীর ছয় উপজেলায় গতকাল শনিবার সকাল ১১টায় সারা দেশের মতো নীলফামারীতেও শেখ
রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে। গণভবন থেকে সরাসরি ভিডিও
কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করেন।

এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক জাকীর হোসেন সহ জেলা
শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান
প্রধান ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ভিডিও কনফারেন্সের সাথে সরাসরি যুক্ত ছিলেন।
অনুরূপভাবে জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলা হল রুমে
স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা অফিসার ও শিক্ষার্থীরার যুক্ত হন।

জেলা প্রশাসক জাকীর হোসেন জানান, প্রথম পর্যায়ে জেলার ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানে
প্রধান মন্ত্রী কর্তৃক উদ্ধোধনের মাধ্যমে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও নীলফামারী
সরকারি মহিলা কলেজে ভাষা প্রশিক্ষন ল্যাব উদ্বোধন করা হলো। ধাপে ধাপে জেলার
সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই ল্যাব চালু করা হবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে